টেকনাফে মিয়ানমারের বিদ্রোহীদের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক মোহাম্মদ হানিফের (২২) পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে নাফ নদীর বেড়িবাঁধ এলাকার শাহজানের দ্বীয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
তিনি হোয়াইক্যং লম্বা বিল মাঝের পাড়া এলাকার ফজল করিমের ছেলে।
ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ছোট ভাই মো. আমিন।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছিলেন স্বজন ও এলাকাবাসী। পরে স্থানীয় বিএনপির নেতা ও গণ্যমান্য মানুষ এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
স্থানীয়রা জানান, সকালে হানিফ তার মৎস্য ঘের দেখতে যায়। এমন সময় হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুতে রাখা মাইনে পা পড়লে সঙ্গে সঙ্গে তার বাম পা শরীরের মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও আঘাত প্রাপ্ত হয়ে মাঠিতে পড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।