বাংলাদেশ-পাকিস্তানের ৬ চুক্তি-সমঝোতা স্বাক্ষর
পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসহ ৬টি চুক্তি, সমঝোতা স্মারক ও নথিতে স্বাক্ষর করেছে।
আজ রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের পর এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।
ইসহাক দার ও তৌহিদ হোসেনের একান্ত বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হয়।