ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ প্রবাসী বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বুধবার (০৮ অক্টোবর) বিকালে ওমানের স্থানীয় সময় ৩টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা সবাই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।
নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লাহর ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির মোহাম্মদ রকি ও জামাল উদ্দিনের ছেলে জুয়েল।