আর্কাইভ
লগইন
হোম
লিটন দাস
ওয়ানডে ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো যে ‘রেকর্ড’ গড়লো বাংলাদেশ
সাইফ হাসান আর সৌম্য সরকারের তাণ্ডব চলছেই। দুইজন মিলে ওপেনিং জুটিতে প্রায় এক বছর পর ফিফটি, ৩ বছর পর সেঞ্চুরির দেখা পাইয়ে দিয়েছিলেন। এবার প্রায় ৫ বছর পর ওপেনিং জুটিতে দেড়শর দেখাও পেয়ে গেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠ বারের মতো এই কীর্তি গড়লো বাংলাদেশ। উইকেটে যে টার্ন আছে, তার আঁচ প্রথম ওভার থেকেই মিলছিল। আকিল হোসেইন-রস্টন চেসরা দারুণ বাঁক পাচ্ছিলেন শুরু থেকেই। তবে সাইফ আর সৌম্য যেই না আগ্রাসী রূপ নিলেন, তখনই পরিস্থিতি বদলে গেল। মনে হতে থাকল, এই বুঝি ব্যাটিং স্বর্গ! আগের দুই ম্যাচে যেখানে ওভারপ্রতি ৫ রান রাখতেই হিমশিম খেয়েছে বাংলাদেশ, সেখানে দুইজন মিলে শুরু থেকেই রান তুলেছেন ওভারপ্রতি নিদেনপক্ষে ৬ করে। আর তাতেই এক এক করে ৫০, ১০০ পেয়ে যায় বাংলাদেশ। এরপর সে ধারায় ১৫০ ও চলে আসে।
2025-10-23
যে কারণে জিম্বাবুয়ে সিরিজে থাকবেন না লিটন দাস
যে কারণে জিম্বাবুয়ে সিরিজে থাকবেন না লিটন দাস
2025-03-29
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে পিএসএলের পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন লিটন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজে তিনি থাকবেন না। লেগ স্পিনার রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। অবশ্য টেস্ট সিরিজের দলে তিনি নেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পেসার নাহিদ রানাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে। রানা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারপরে পিএসএলে যোগ দেবেন।