ঈদের দিনে যেসব খাবার খাবেন
আমরা সাধারণত: ঈদের দিন তেল-ঘি দিয়ে বিভিন্ন খাবার রান্না করে থাকি়। আর গরমের কারণে খাবারের সঙ্গে ঠান্ডা ঠান্ডা কোলড ডিঙ্কস তো থাকবেই। মাসব্যাপী রোজা রাখার পর হঠাৎ এ ধরনের খাবারে পেটে গেলে গোলমাল শুরু হতে পারে। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে লেবুর শরবত, বাসায় বানানো ফলের রস, ডাবের পানি, বোরহানি ইত্যাদি খাওয়া যেতে পারে।