যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা: বাণিজ্য উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'রিসিপ্রোকাল ট্যারিফ' নীতির আওতায় বাংলাদেশের ওপর আরোপকৃত শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই আলোচনা করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গতকাল শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।