টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা
চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে বসবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। ৮ দলের এই টুর্নামেন্টে অংশ নিতে বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
পাকিস্তানে গতকাল বুধবার (০৯ এপ্রিল) শুরু হয়েছে এই বাছাই পর্ব। ৬ দলের প্রতিযোগিতায় আজ (১০ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন নিগার সুলতানা, ফারজানা হকরা। প্রতিপক্ষ থাইল্যান্ডের মেয়েরা। ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশের মেয়েরা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।