আর্কাইভ
লগইন
হোম
নরেন্দ্র মোদী
ভিসা ফি বাড়ায় ভারতীয় তরুণ-তরুণীদের আমেরিকা যাওয়ার স্বপ্ন ভেস্তে যাচ্ছে
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসার ফি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ানোয় হাজারো ভারতীয় তরুণ-তরুণীর আমেরিকার স্বপ্ন ভেস্তে যাচ্ছে। পূর্বে যেখানে একটি ভিসার খরচ ছিল প্রায় ২ হাজার ডলার, সেখানে এখন তা বেড়ে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত দাঁড়িয়েছে। ফলে একজন এইচ-১বি কর্মী নিয়োগ দিতে নিয়োগদাতাদের ন্যূনতম ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয় করতে হচ্ছে। এই বাড়তি খরচের কারণে অনেক মার্কিন প্রতিষ্ঠান স্থানীয় কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে।
2025-09-30
কাল শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদী
কাল শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদী
2025-04-03
শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে’। তিনি জানান, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।
ড. মুহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছাপত্র
ড. মুহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছাপত্র
2025-03-27
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (মার্চ ২৭) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ শুভেচ্ছা জানান। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ প্রসঙ্গে চিঠিতে নরেন্দ্র মোদী লেখেন, এই দিনটি আমাদের দুই দেশের ইতিহাস এবং ত্যাগের প্রমাণ। এটি আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে। তিনি লেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের জন্য আলোক নির্দেশক হয়ে আছে; যা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে এসেছে। দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নেওয়া প্রসঙ্গে নরেন্দ্র মোদী আরও লেখেন, শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং দুই দেশের স্বার্থ এবং উদ্বেগের বিষয়ে আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে আমরা এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।