আর্কাইভ
লগইন
হোম
নরেন্দ্র মোদী
আমাকে এতো মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই: আখতার হোসেন
ফ্যাসিস্ট সরকারের হাতে প্রথম গ্রেফতার হওয়ার পর নির্মম নির্যাতনের কথা সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আমার হাঁটুতে তারা এতো মারছে যে, পরের প্রায় দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, ২০২১ সালে মোদিকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। অনেক আন্দোলন হলো, অনেকে শহীদ হয়ে গেলেন। ঐ সময় প্রথমবারের মত আমাকে গ্রেফতার করলো পুলিশ। আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসলো। তারপর আমার হাত ২টি পেছনে বেঁধে, তারপর আমার চোখ বেঁধে ফেলল। আমাকে একটি গাড়িতে উঠালো। কোথায় নিয়ে যাচ্ছে আমি তো জানি না। অজানা স্থানে নিয়ে হাত ২টি পেছন থেকে খুলে ওপরের দিকে বাঁধা হলো। চোখ বাঁধা এই অবস্থায় আমার ওপর নির্যাতন করলো।
2025-11-12
কাল শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদী
কাল শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদী
2025-04-03
শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে’। তিনি জানান, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।