আর্কাইভ
লগইন
হোম
দাম চড়া
বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা
রাজধানী ঢাকার বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ধরনভেদে ১২০ টাকায়। এক সপ্তাহ আগেও এসব পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা, কিছু জায়গায় ৭৫ টাকায়ও বিক্রি হয়েছে। আজ বুধবার (০৫ নভেম্বর) রাজধানীর মিরপুর, ফার্মগেটের তেজতুরী বাজার ও মোহাম্মদপুরের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। মিরপুর-২ নম্বরের খুচরা পেঁয়াজ বিক্রেতা আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এক সপ্তাহ আগে ভালো মানের পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি করেছি। পাবনা ও রাজশাহীর পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি করতাম। একটু খারাপ মানেরগুলো ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি করেছি। পাইকারি বাজার থেকে কিনতাম ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে। এখন একই পেঁয়াজ পাইকারি বাজারে ৯৮ থেকে ধরনভেদে ১১০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। তাই খুচরায় দাম বাড়াতে হচ্ছে। তিনি আরও বলেন, আমরা বেশি দামে কিনছি, তাই খরচ ও সামান্য লাভ রেখে বিক্রি করছি।
4 ঘন্টা আগে