আর্কাইভ
লগইন
হোম
আইএমএফ
আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে কিছু লোক পালিয়েছে: প্রধান উপদেষ্টা
পলাতক ফ্যাসিবাদী সরকারের সময় ব্যাংকসহ আর্থিক খাতে লুটপাটের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও ফোনকলে আলাপকালে তিনি এই কথা বলেন। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে এই ভার্চুয়াল আলাপে যুক্ত হন জর্জিয়েভা।
4 দিন আগে
রিজার্ভের নতুন মাইলফলক, ৩১ বিলিয়ন ডলার অতিক্রম
রিজার্ভের নতুন মাইলফলক, ৩১ বিলিয়ন ডলার অতিক্রম
2025-06-30
বৈদেশিক মুদ্রা পরিস্থিতির অবনতি থেকে ক্রমোন্নতির মধ্যে নতুন উচ্চতায় পৌঁছলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশে এখন মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন বা ৩,১৩১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার। একই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ ২৬.৩২ বিলিয়ন ডলার বা ২,৬৩২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। গতকাল রোববার (২৯ জুন) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এবারই গোপন রিজার্ভ বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) তথ্য প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক। যাকে ব্যবহারযোগ্য রিজার্ভ বলা হয়। এ রিজার্ভের পরিমাণ ২০.৩১ বিলিয়ন ডলার। দেশের এই ব্যবহারযোগ্য রিজার্ভ দিয়ে ৫ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
আইএমএফের প্রতিবেদন: চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি
আইএমএফের প্রতিবেদন: চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি
2025-06-28
কেন্দ্রীয় ব্যাংক অর্থ্যাৎ বাংলাদেশ ব্যাংকের অর্থনীতি আগামীতে বৈশ্বিক ও দেশের ভেতর থেকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এগোতে হবে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়তি শুল্ক আরোপের কারণে বিশেষ করে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব আসতে পারে। মধ্যপ্রাচ্যে সংকটের কারণেও বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব এখনো বাংলাদেশ কাটিয়ে উঠতে পারেনি। অভ্যন্তরীণভাবে রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান রয়েছে। ব্যাংকগুলোর ঋণ বিতরণের সক্ষমতাও কম। যে কারণে বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণের জোগান দুই-ই কম। রাজস্ব আয় কম হওয়ায় সরকারের ব্যয়ও কম হচ্ছে। সব মিলে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাশিত গতি আসেনি। যে কারণে জিডিপির প্রবৃদ্ধির হারের প্রাক্কলন কমানো হয়েছে।