চুয়াডাঙ্গায় তাৎক্ষণিক পুলিশী সেবা দিতে প্রতি থানায় QRT গঠন
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের উদ্দ্যোগে থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে জেলার প্রতিটি থানায় QRT (Quick Response Team) গঠন করা হয়েছে।
থানায় প্রাপ্ত অভিযোগ, জিডি এবং ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো ও আইনী সেবা প্রদানের লক্ষ্যে আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা পুলিশ সুপার মহোদয় জেলার পাঁচটি থানায় QRT টিমের নিকট মোটরসাইকেল হস্তান্তর করেন।