আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ফুটবল ফেডারেশন
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে জাতীয় নারী ফুটবল দল থেকে অনেকটাই আড়ালে চলে যাওয়া সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়াকে নতুনভাবে সামনে আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাদের মূল ফুটবল দলে নয়, বরং ফেরানো হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন, নিলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। পাশাপাশি ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
2025-12-14
কোচ নিয়ে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
কোচ নিয়ে বিপাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
2025-07-13
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্টের জন্য শীঘ্রই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশ এখনো কোচই ঠিক করতে পারেনি। গতকাল শনিবার (১২ জুলাই) জাতীয় দল কমিটির সভায় এ সংক্রান্ত অন্যতম এজেন্ডা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো অ-২৩ দলের কোচ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। ঐ সময় জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে দেশি কেউ অথবা নতুন কোনো বিদেশি কোচ নিতে হবে। এএফসি অ-২৩ দলের প্রধান কোচ হতে এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন। দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী, জুলফিকার মাহমুদ, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর। এই ৫ জনের মধ্যে ২-৩ জন অ-২৩ দলের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। তাই কোচ নিয়ে খানিকটা বিপাকে পড়েছে বাফুফে।