এক্লাম্পসিয়া মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ: সোহরাওয়ার্দী মেডিকেলে বক্তারা
এক্লাম্পসিয়া মাতৃমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। তাই এ বিষয়ে সচেতনতা প্রয়োজন। এ রোগ প্রতিরোধে সব হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ রাখতে হবে।
বর্ণাঢ্য আয়োজনে গতকাল শনিবার (২৪ মে) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব প্রি-এক্লাম্পসিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। হাসপাতালের অবস ও গাইনি বিভাগের ফিটোমেটারনাল মেডিসিন ইউনিটের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে সেমিনার, সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল: “প্রি-এক্লাম্পসিয়া সম্পর্কে জিজ্ঞাসা করুন, জানুন।”