আর্কাইভ
লগইন
হোম
সভাপতি
বিশ্বযুদ্ধ হতো না, যদি সবাই আলোচনায় বসতো: আমিনুল ইসলাম বুলবুল
এতোদিন নির্বাচনের প্রসঙ্গে নিজেকে দূরে রাখলেও আজ মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। জানালেন, ‘আমাদের এই ক্রিকেট বোর্ডের মেয়াদের শেষ দিন আজকে। শেষ দিন উপলক্ষ্যে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি।’ ৪ মাসের সভাপতিত্বে নিজের অর্জন তুলে ধরলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রশ্ন এল বিসিবি নির্বাচন নিয়ে; কখনও উত্তর এড়িয়ে গেলেন, কখনও বললেন নিজের মতো করে, আবার কখনও বল ঠেলে দিলেন নির্বাচন কমিশনের কোর্টে। সাম্প্রতিক দিনগুলোয় নানা বিতর্ক, সরকারি হস্তক্ষেপের অভিযোগ এবং প্রার্থীদের সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচন এখন প্রায় আনুষ্ঠানিকতায় পরিণত। ২০ জন প্রার্থী ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন কয়েকজন, যার মধ্যে রয়েছেন সভাপতি আমিনুল ও তার পাশে থাকা নাজমূল আবেদীনও। তাই সভাপতির পদে আমিনুলের পুনর্নির্বাচন এখন কেবল সময়ের ব্যাপার।
3 দিন আগে