চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন স্বামী গ্রেফতার
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক, মানসিক অত্যাচারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় স্বামী রিয়াদ হাসানকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগরের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিয়াদ হাসান (২৫) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রহমতপুর বিরামপুর এলাকার আবু বকর মিয়ার ছেলে। তিনি নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোড বলির হাট পাক্কা দোকান এলাকায় বসবাস করেন।