টেলিকম সংযোগ শক্তিশালীকরণ: একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন-টেলিটক-ইডটকো
সারাদেশব্যাপী টেলিকম সংযোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি মাইলফলক অবকাঠামো শেয়ারিং চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং শীর্ষ টাওয়ার কোম্পানি ইডটকো। এই পদক্ষেপ দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
এই সহযোগিতার আওতায় গ্রামীণফোন ও টেলিটক উভয় কোম্পানিকে অবকাঠামোগত সহায়তা প্রদান করবে ইডটকো, যার মাধ্যমে সারাদেশে নেটওয়ার্ক কভারেজ প্রসারিত করতে পারবে তারা। একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানি দুটির পরিচালন, নেটওয়ার্কের দক্ষতা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণসহ কোটি কোটি গ্রাহকের সেবার মান উন্নত হবে; পাশাপাশি আরো সহজলভ্য হবে তাদের সেবা।