বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি
বিগত ২০১৯ সালে বাংলাদেশে পা পড়েছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। বছর ছয়েক পর তিনি আরও একবার বাংলাদেশে আসতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
ইনফান্তিনোর প্রথম সফরটা ছিল নেহায়েতই শুভেচ্ছা সফর। তবে এবার একটা উদ্দেশ্য নিয়েই তিনি আসতে যাচ্ছেন বাংলাদেশে। কক্সবাজারে ফিফা সেন্টার অব এক্সিলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অথবা উদ্বোধনের সময় বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।