আর্কাইভ
লগইন
হোম
আখতার হোসেন
আমাকে এতো মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই: আখতার হোসেন
ফ্যাসিস্ট সরকারের হাতে প্রথম গ্রেফতার হওয়ার পর নির্মম নির্যাতনের কথা সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আমার হাঁটুতে তারা এতো মারছে যে, পরের প্রায় দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, ২০২১ সালে মোদিকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। অনেক আন্দোলন হলো, অনেকে শহীদ হয়ে গেলেন। ঐ সময় প্রথমবারের মত আমাকে গ্রেফতার করলো পুলিশ। আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসলো। তারপর আমার হাত ২টি পেছনে বেঁধে, তারপর আমার চোখ বেঁধে ফেলল। আমাকে একটি গাড়িতে উঠালো। কোথায় নিয়ে যাচ্ছে আমি তো জানি না। অজানা স্থানে নিয়ে হাত ২টি পেছন থেকে খুলে ওপরের দিকে বাঁধা হলো। চোখ বাঁধা এই অবস্থায় আমার ওপর নির্যাতন করলো।
2025-11-12
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা প্রতারিত করে: হান্নান মাসউদ
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা প্রতারিত করে: হান্নান মাসউদ
2025-08-13
আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা যুবকরা অভিভাবকদের সঙ্গে নিয়ে দিল্লির দাসত্ব থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা যতবারই ইতিহাসের দিকে তাকাই, যত ইতিহাসের বাঁকবদল ঘটেছে, প্রতিটি বাঁক বদলে নেতৃত্ব দিয়েছে যুবকরা। যতবারই ইতিহাসের বাঁকবদল করে দিয়েছে যুবকরা, ততবারই যুবকদের অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলেন প্রবীণরা। আমরা এখানে প্রবীণ-যুবকদের ভেদাভেদ সৃষ্টি করতে আসিনি। আমরা বলতে চাই, যুবকরা বারবার রক্ত দেয়, পরবর্তীতে যারা দেশ গঠনে ভূমিকা রাখার কথা বলে, তারা বারবারই যুবকদের প্রতারিত করে।
সারজিস-হাসনাতসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
সারজিস-হাসনাতসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
2025-08-06
কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। আজ বুধবার দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। তারা হলেন- দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নোটিশে বলা হয়েছে, গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি। এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
কমিটি গঠন: এনসিপির জার্মানি শাখার
কমিটি গঠন: এনসিপির জার্মানি শাখার
2025-07-28
কমিটি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জার্মানি শাখার। আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জার্মানি শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী স্বাক্ষরিত জার্মানি শাখা কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন তামান্না ইয়াসমিন। এনসিপির জার্মানি শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসাইন তুরাগ গণমাধ্যমকে বলেন, প্রবাসীদের ভোটাধিকার, জার্মানি ও ইউরোপের বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে আমাদের এ সংগঠন ভূমিকা রাখবে।