বিএমএ-র নাটোর জেলা সভাপতি ডা. আমিরুল খুন
নাটোর জেলা শহরের মাদ্রাসা মোড়ে নিজের গড়া জনসেবা হাসপাতালের শয়ন কক্ষে খুন হয়েছেন নাটোর জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের আহবায়ক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আমিরুল ইসলাম (৬৬)। আজ সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ হাসপাতালের তৃতীয় তলার শয়নকক্ষ থেকে ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।