আর্কাইভ
লগইন
হোম
লাশ উদ্ধার
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করলো বিএসএফ
ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক আহাদ মিয়ার লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবক আহাদের লাশ হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন- ভারতের মেঘালয়ের চেলা থানার আইও এমকে সিংহ ও বিএসএফ সদস্য, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, এসআই মোহন রায়, আব্দুল জলিল এবং স্থানীয় লাফার্জ সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডারসহ দু-দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। 
2025-12-18
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, নববধূ গ্রেফতার
2025-10-30
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে নববধূর বিরুদ্ধে পরকীয়া প্রেমিকের সহায়তায় কৌশলে স্বামী আব্দুল করিমকে (২৫) গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এছাড়া অভিযুক্ত নববধূকে পুলিশ আটক করেছে। মৃত আব্দুল করিম নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। পুলিশ ও নিহত আব্দুল করিমের বাবা নবী মণ্ডল ও মামা ইদ্রিস আলী জানান, গত ১ মাস আগে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল করিম পাবনা জেলার বেড়া উপজেলার চাকলা গ্রামের এক মেয়েকে (১৯) বিয়ে করেন। বিয়ের আগে থেকেই প্রতিবেশী সিএনজি চালক নূর আলম নাহিদের সঙ্গে ঐ তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত সপ্তাহে নববধূ বাবার বাড়িতে বেড়াতে যান। এই সময় প্রেমিক নাহিদ ঐ তরুণীকে বিয়ে করার প্রস্তাব দেয়। এরপর তারা করিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে তরুণীকে গ্যাস ট্যাবলেট কিনে দেন প্রেমিক নাহিদ। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে বাড়ির সবাইকে কৃমির ট্যাবলেট খেতে দেয়। আর কৌশলে কৃমির ওষুধ বলে সবাই খেয়ে সুস্থ স্বামী আব্দুল করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এর কিছুক্ষণ পরেই পেটে জ্বালাপোড়া শুরু হলে করিম চিৎকার করতে থাকেন এবং বমি করতে থাকেন। এই সময় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের ওষুধ দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল, পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সবশেষে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আব্দুল করিমের মৃত্যু হয়।