চুরির টাকার ভাগ নিয়ে যুবক হত্যা, গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয় মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে। এই ঘটনায় নিহতের বাবা গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে একটি হত্যা মামলা করেছেন, যেখানে আসামি করা হয়েছে ৭ জনকে। ঐ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।