উজ্জ্বল ত্বক ধরে রাখতে যা পান করেন দীপিকা
ঝকঝকে উজ্জ্বল ও সুন্দর ত্বক কে না পেতে চায়। তাই তো সবাই চায় উজ্জ্বল ও আকর্ষণীয় চেহারা। আর এই ত্বক পরিচর্যায় যদি নাম আসে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের, তবে তো কথাই নেই। সেই রহস্য জানতে উৎসুক সবাই। চলুন জেনে নেওয়া যাক অভিনেত্রীর সেই রূপের রহস্য।