আর্কাইভ
লগইন
হোম
হোবার্ট হারিকেন্স
রংপুর রাইডার্স ক্যারিশমাটিক বোলিংয়ে ১ রানের জয় পেল
ক্রিকেট মানেই নাটকের পর নাটকীয়তা। কখনো সেই নাটক পৌঁছে যায় শ্বাসরুদ্ধকর শেষ মুহূর্তের উত্তেজনায়। টেনশনে দর্শকদের ঘাম ছোটে, বাড়ে হার্টবিট। এসব মোমেন্ট অনেক সময় পুরো গ্যালারিকে স্তব্ধ করে দেয়। তেমন ঘটনাই ঘটলো গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচে। উত্তেজনা গড়ালো শেষ বলে। ম্যাচের শুরুতে ব্যাট করে ১৫১ রানের টার্গেট দিয়েছিলো রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নামে হোবার্ট হারিকেন্স। সেয়ানে সেয়ানে টক্করই দিয়েছিল হোবার্টও। তবে তাদের ঝড় থামিয়ে দেন রংপুর রাইডার্স পেসার খালেদ আহমেদ। তার ক্যারিশমাটিক বোলিংয়েই শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় রংপুর রাইডার্স।
7 ঘন্টা আগে