ববি হাজ্জাজকে হত্যাচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ: জামায়াত সেক্রেটারি জেনারেল
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এই দলটি বলেছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে। দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও নেতাদের ওপর ধারাবাহিক হামলা একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। এর মাধ্যমে দেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা চলছে। ববি হাজ্জাজের ওপর হামলাও এই ধারাবাহিক চক্রান্তেরই একটি অংশ।
গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।