রাজশাহীর চারঘাটে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার রাজশাহী-পাবনা সড়কের শিবপুর চুঙ্গাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন-চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (২৫) ও বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।