আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তান ক্রিকেট দল
২৩১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলো পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট দল
অবিশ্বাস্য এক ইতিহাস তৈরি হয়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। পাকিস্তান টেলিভিশন বা পিটিভি মাত্র ৪০ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতে গেছে! প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এখন পর্যন্ত সবচেয়ে কম রান ডিফেন্ড করার নতুন বিশ্ব রেকর্ড। এই ম্যাচে প্রতিপক্ষ ছিল সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেড বা এসএনজিপিএল। ম্যাচটি হয় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। টস জিতে পিটিভি ব্যাটিং নেয়। আমাদ বাট অপরাজিত ৪৬ রান করেন। পিটিভি অলআউট হয় ১৬৬ রানে। এসএনজিপিএলের পক্ষে শেহজাদ গুল নেন ৪ উইকেট।
3 দিন আগে
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
2025-09-16
ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা  শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত। এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি। ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে আগামিকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
2025-07-16
আজ বুধবার (১৬ জুলাই) সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছেন। অধিনায়ক সালমান আলি আগা ছাড়াও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। দলের বাকি সদস্যদের বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধার কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমান। তার ভাষ্য, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো খেলে, নিজেদের মাঠে তো আরও ভয়ংকর। তাদের হোম রেকর্ড ঘাটলেই বোঝা যায়, কত বড় বড় দল এখানে হোঁচট খেয়েছে। আমরা জানি, কাজটা সহজ হবে না। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি।’