সন্তানের মুখে মুখে তর্কের স্বভাব পরিবর্তনে ৫ পরামর্শ
অনেক সময়েই আমাদের সন্তানরা বড়দের মুখে মুখে তর্ক করে থাকে। কড়া ভাষায় জবাব দিয়ে থাকে, যা ভবিষ্যতে তার ক্ষতি হতে পারে। তাই অবাধ্য সন্তানকেও সঠিক পথে চালনা করা সম্ভব।
বাবা-মায়ের অবাধ্য সন্তান বশে নিয়ে আসতে আমাদের কিছু কৌশলে পরিবর্তন আনতে হবে। কিন্তু বাবা-মায়ের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও অনেক সময় সন্তানরা আশানুরূপ ব্যবহার করে না। তারা রুক্ষ ব্যবহার থেকে শুরু করে বড়দের মুখের ওপর পাল্টা জবাব দিয়ে থাকে।
ছোটদের মনের কথা ব্যক্ত করার অধিকার রয়েছে। কিন্তু লাগাতার বাবা-মায়ের মুখের ওপর কথা বলার প্রবণতা ইতিবাচক নয়। কারণ সঠিক সময়ে সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে তার এ স্বভাব নানা সমস্যা সৃষ্টি করবে। সুতরাং এখনই সময় সন্তানের মঙ্গলের জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা।
চলুন জেনে নেওয়া যাক, আপনার সন্তানের স্বভাব পরিবর্তনে ৫ কৌশল জেনে নিই—