ট্রাভেলারের প্রয়োজন ফিটনেস, এর জন্য যা করতে হবে
আপনি কি বেড়াতে পছন্দ করেন, দেশের সৌন্দর্য দেখতে বা বিশ্বের বড় বড় পর্বত নিজের পায়ে উঠে যেতে চান? স্বপ্ন দেখেন একদিন পাহাড়ের পর পাহাড় পাড়ি দেবেন? তাহলে পায়ের জোরটাও তো তেমনই হতে হবে। তাই ট্রাভেলারদের জন্য ফিট থাকা খুব প্রয়োজন।
আপনি ফিটনেস বাড়াতে পারেন নিয়মিত কিছু ব্যায়ামের মাধ্যমে।