আর্কাইভ
লগইন
হোম
থানা হেফাজতে
পল্লবী থানা হেফাজতে মৃত্যু: এসআই জাহিদসহ ৩ জনের আপিলের রায় কাল
ঢাকার পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় দণ্ডিত দুই পুলিশ সদস্য ও এক সোর্সের আপিলের রায় আগামিকাল রোববার (১০ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট। রায় ঘোষণার জন্য বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে মামলাটি কার্য তালিকায় ভুক্ত রয়েছে। এই মামলায় আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও সরওয়ার আহমেদ এবং আইনজীবী মো. আবদুর রাজ্জাক ও নাজমুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার। মামলার বাদীপক্ষে ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম।
12 ঘন্টা আগে