ভারত সিরিজের সময়-সূচি প্রকাশ, ৬ ম্যাচের ৪টিই হবে মিরপুরে
স্লো, লো এবং টার্নিং পিচ নিয়ে মিরপুরের সমালোচনার কমতি নেই। কয়েকদিন পূর্বে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুরোধ করেছিলেন, ‘অন্তত টি-টোয়েন্টি যেন ঢাকার বাইরের মাঠে হয়।’ তবে বিসিবি আজ জানায়, ভারতের বিপক্ষে সাদা বলের ৬ ম্যাচের সিরিজটির ৪টি ম্যাচই হবে মিরপুরে। ৩টি-টোয়েন্টির ২টি বসবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।