বাৎসরিক আয়ের দিক দিয়ে আবার মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো
রেকর্ড দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্তু ইউরোপ ছাড়ার পর থেকে আয়ের দিক দিয়ে মেসির চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন রোনালদো। যুক্তরাজ্যের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্স গত বছর ক্রীড়াজগতে সবচেয়ে বেশি আয় করা তারকাদের নাম প্রকাশ করেছে। সে তালিকা পর্যালোচনা করে দেখা যায় মেসির চেয়ে প্রায় দ্বিগুণ আয় করেছেন পর্তুগিজ মহাতারকা।