এবার চকরিয়ায় মাটি খুঁড়ে মিলল ৩০ লাখ ৭০ হাজার টাকা
এবারে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল এলাকায় মাটি খুঁড়ে মিললো ৩০ লাখ ৭০ হাজার টাকা। সম্প্রতি ডাকাতি করে প্রায় পৌনে দুই কোটি টাকার একটি অংশ উদ্ধারকৃত এই অর্থ।
গত শনিবার (১৭ মে) রাতে ডাকাত রুবেলের বাড়ি তল্লাশি করে এই অর্থ উদ্ধার করেন লামা থানা পুলিশ। দায়ের করা
মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার ওসি তদন্ত মো. এনামুল হক এ তথ্য দেন। তিনি আরো জানান, ডাকাতির ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও টাকা উদ্ধারে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।