চকরিয়ায় পর্যটন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে গীতা দাশ (৭৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে কাটা পড়ে বৃদ্ধা মারা যান।
নিহত গীতা দাশ চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ডুমখালী এলাকার মৃত বাবুল দাশের স্ত্রী।
কক্সবাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নিহত মহিলা কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।