জামায়াত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক ঢাকা-২ আসনে
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে জামায়াত।
তিনি ঢাকা-২ কেরানীগঞ্জ আসন থেকে সমমনা ৮ দলীয় জোটের প্রার্থী হিসেব নির্বাচন করবেন। এর পূর্বে ঐ আসনে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
আজ রোববার বিকালে এই বিষয়ে জানতে চাইলে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক গণমাধ্যমকে বলেন, আমি তাদের কাছে মনোনয়ন চাইনি। আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানানো হয়েছে। এটাকে আমি আল্লাহর রহমত মনে করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।