আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ জামায়াতে ইসলামী
উত্তরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জামায়াত আমীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং হতাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্যধারণের তৌফিক এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য বিশেষ দোয়া করেন। এ সময় ডা. শফিকুর রহমান সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
11 ঘন্টা আগে
জামায়াত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক ঢাকা-২ আসনে
জামায়াত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক ঢাকা-২ আসনে
2025-12-28
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে জামায়াত। তিনি ঢাকা-২ কেরানীগঞ্জ আসন থেকে সমমনা ৮ দলীয় জোটের প্রার্থী হিসেব নির্বাচন করবেন। এর পূর্বে ঐ আসনে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। আজ রোববার বিকালে এই বিষয়ে জানতে চাইলে  কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক গণমাধ্যমকে বলেন, আমি তাদের কাছে মনোনয়ন চাইনি। আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানানো হয়েছে। এটাকে আমি আল্লাহর রহমত মনে করি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।