‘দল তরুণ, সময় দিলে ফল মিলবে’: মিরাজ
বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর হতাশ হলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাল্লেকেলেতে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানের বড় হার মেনে নেওয়ার পর মিরাজ তরুণদের সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমাদের দলটা তরুণ। ওদেরকে সময় দিলে, সুযোগ দিলে একদিন অবশ্যই এর ফল পাওয়া যাবে। আমি দলের প্রতি আশাবাদী।’