মিরাজও থাকবেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে
ফিলিস্তিনে গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বর্বর হামলা চলছেই। এর প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের মানুষ। পালন করছেন অনেক কর্মসূচি। এবার ‘মার্চ ফর গাজা’ নামে সবচেয়ে বড় কর্মসূচি ঘোষণা করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। যেখানে বিভিন্ন ইসলামি স্কলারদের পাশাপাশি যোগ দিচ্ছেন ক্রিকেটাররাও। শুরুতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার মেহেদি হাসান মিরাজও ফেসবুকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা জানান। পাশাপাশি সবাইকে যোগ দেওয়ার আহ্বানও জানান।