ডোনাল্ড ট্রাম্পের গ্রীনল্যান্ড দখলের হুমকি উড়িয়ে দিলো জার্মানি
গ্রীনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই আর্কটিক ভূখণ্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পরও জার্মানি মনে করছে, এমন কোনো বাস্তব ঝুঁকি নেই।
স্থানীয় সময় গতকাল সোমবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, গ্রীনল্যান্ডে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র যে সত্যিই ভাবছে—এমন কোনো ইঙ্গিত তিনি পাননি। খবর এএফপির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ওয়াডেফুল বলেন, আমি মনে করি, আর্কটিক অঞ্চলে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবারই একটি যৌথ স্বার্থ রয়েছে এবং আমরা সেটিই করব।
ওয়াডেফুল জানান, ন্যাটো বর্তমানে এই বিষয়ে আরও ‘নির্দিষ্ট পরিকল্পনা’ তৈরির প্রক্রিয়ায় রয়েছে, যা যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে।