আর্কাইভ
লগইন
হোম
আন্তর্জাতিক টি-টোয়েন্টি
যতবার ম্যাচসেরা হবো, ততবারই সব অর্থ বিতরণ করবো: শরিফুল
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন টাইগাররা। আর এই ম্যাচে পেসার শরিফুল ইসলাম ম্যাচসেরা হয়ে নিজেকে প্রমাণ দিলেন তিনি কেন সেরা। প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই তিনি জাত চেনালেন। ব্যাটে-বল অবদান রেখে হলেন ম্যাচসেরা। শেষ ম্যাচটি আগামিকাল রোববার (০৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। ৫৪ ম্যাচের ক্যারিয়ারে এর আগে সিরিজ সেরা হলেও এবারই প্রথম হয়েছেন ম্যাচসেরা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করা শরিফুল ম্যাচসেরা হওয়ায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। তিনি জিতেছেন ৫০ হাজার আফগানি পুরস্কার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা। পুরস্কারের এই অর্থ নিজের এলাকার অসহায় মানুষকে দান করার সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার।
4 দিন আগে