বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক মালয়েশিয়ায়
জোহর রাজ্যে অবৈধভাবে কর্মরত ৬২ বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত
শনিবার (১১ অক্টোবর) রাতে জোহর ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত ‘অপস সেলারা’ অভিযানে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের ২টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বৈধ অনুমতি ছাড়া বিদেশি শ্রমিকদের কাজ করার অভিযোগ পাওয়া যায়।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিটের পাশাপাশি মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি (এবিকেসএ)-এর সুলতান ইস্কান্দার ভবনের একটি দল অংশ নেয়।