আর্কাইভ
লগইন
হোম
মানবপাচার
কক্সবাজারের টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, ৪ পাচারকারী আটক
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮ জিম্মিকে উদ্ধার করেছে ব্যাটালিয়ন-২ বিজিবি। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। একই অভিযানে ৪ মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।  আটকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)। এছাড়া ঐ এলাকার আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
1 দিন আগে
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
কুষ্টিয়ার সেই ৭ বিয়ে করা রবিজুল গ্রেফতার
2025-07-21
অর্থ প্রতারণা ও মানবপাচারের অভিযোগে ৭টি বিয়ে করা আলোচিত রবিজুল ইসলামকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। গতকাল রোববার (২০ জুলাই) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিজুল ইসলাম (৪২) কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের আয়নাল মণ্ডলের ছেলে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রবিজুল ইসলাম ৭ জন নারীকে বিয়ে করে একসঙ্গে সংসার করতেন। এতে এলাকায় তিনি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়ে ওঠেন। তিনি দীর্ঘ ১৫ বছর লিবিয়ায় অবস্থান করছিলেন এবং একটি মানবপাচার চক্রের সক্রিয় সদস্য ছিলেন।