ভারতের হামলা পাকিস্তানে, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভারত মিসাইল ছুড়েছে। এতে ৮ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫। এদিকে, ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত-পাকিস্তানের যুদ্ধ এমন পরিস্থিতিতে বক্তব্য দিয়েছেন। দুই দেশের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যম এক্স-এ এক বার্তায় মার্কো রুবিও বলেছেন, আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমি আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই মন্তব্যের পুনরাবৃত্তি করছি যে, আমরা আশা করি এ উত্তেজনা দ্রুত শেষ হবে এবং যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় পক্ষের নেতৃত্বকে সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত রাখবে।