আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ক্রিকেট
এনসিএলে সাব্বির ঝড়, এক ওভারেই ৩ ছক্কা হাঁকালেন
সাব্বির রহমান এনসিএলের প্রথম দিনেই জ্বলে উঠলেন। দেখালেন পাওয়ার হিটিংয়ের ক্ষমতাটা এখনও একটু কমে যায়নি তার। এক ওভারেই হাঁকিয়েছেন ৩টি ছক্কা। তাতে বৃষ্টিবিঘ্নিত এনসিএলের প্রথমদিনে পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তিনি। এবারের এনসিএলে রাজশাহীর হয়ে খেলছেন সাব্বির। সেই রাজশাহীর আজ ম্যাচ ছিল ঢাকা মেট্রোর বিপক্ষে। তবে প্রথমদিনেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচটা। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে। ঢাকা মেট্রোর বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই বিদায় নেন।
3 ঘন্টা আগে
এবার ডাম্বুলায় লিটনদের সিরিজ বাঁচানোর লড়াই
এবার ডাম্বুলায় লিটনদের সিরিজ বাঁচানোর লড়াই
2025-07-13
বাংলাদেশ এবারের শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেরই শেষ ম্যাচে হেরেছিল। টি-টোয়েন্টিতে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারের চোখ রাঙানি। পাল্লেকেলেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশের আজ ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াই। শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এর আগে ৩টি টি-টোয়েন্টি জিতলেও এই সংস্করণে লংকানদের বিপক্ষে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই অচলায়তন ভাঙার আশা বাঁচিয়ে রাখতে আজ লিটন-মিরাজদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। আগের ম্যাচে বাংলাদেশের ১৫৪ রানের মামুলি পুঁজি ৬ বল ও ৭ উইকেট হাতে রেখে অনায়াসে টপকে যায় লংকানরা। বাংলাদেশের ইনিংসে ছিল না কোনো ফিফটি। কোনো বোলারও নিতে পারেননি একাধিক উইকেট।