আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ক্রিকেট
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, তাদের পর্যালোচনায় সব নথি দেখা হয়েছে এবং কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তারা বলেছে, আরও কিছু বিষয় তদন্তে আছে। এরমধ্যে রয়েছে সাবেক জাতীয় অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগও। বিসিবি জানায়, গত সেপ্টেম্বরের ১৭ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পাঠানো চিঠি আসে এমন সময়, যখন বোর্ড নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। ঐসময় বিভিন্ন বিভাগ শুধু প্রয়োজনীয় কাজই করতে পারছিল। নির্বাচনের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো সব নথি পরীক্ষা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনি প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’
2 দিন আগে
ওয়ানডে ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো যে ‘রেকর্ড’ গড়লো বাংলাদেশ
ওয়ানডে ইতিহাসে ৬ষ্ঠ বারের মতো যে ‘রেকর্ড’ গড়লো বাংলাদেশ
2025-10-23
সাইফ হাসান আর সৌম্য সরকারের তাণ্ডব চলছেই। দুইজন মিলে ওপেনিং জুটিতে প্রায় এক বছর পর ফিফটি, ৩ বছর পর সেঞ্চুরির দেখা পাইয়ে দিয়েছিলেন। এবার প্রায় ৫ বছর পর ওপেনিং জুটিতে দেড়শর দেখাও পেয়ে গেছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠ বারের মতো এই কীর্তি গড়লো বাংলাদেশ। উইকেটে যে টার্ন আছে, তার আঁচ প্রথম ওভার থেকেই মিলছিল। আকিল হোসেইন-রস্টন চেসরা দারুণ বাঁক পাচ্ছিলেন শুরু থেকেই। তবে সাইফ আর সৌম্য যেই না আগ্রাসী রূপ নিলেন, তখনই পরিস্থিতি বদলে গেল। মনে হতে থাকল, এই বুঝি ব্যাটিং স্বর্গ! আগের দুই ম্যাচে যেখানে ওভারপ্রতি ৫ রান রাখতেই হিমশিম খেয়েছে বাংলাদেশ, সেখানে দুইজন মিলে শুরু থেকেই রান তুলেছেন ওভারপ্রতি নিদেনপক্ষে ৬ করে। আর তাতেই এক এক করে ৫০, ১০০ পেয়ে যায় বাংলাদেশ। এরপর সে ধারায় ১৫০ ও চলে আসে।
২০২৫- এ প্রথমবারের মতো যে ‘কীর্তি’ গড়লো বাংলাদেশ
২০২৫- এ প্রথমবারের মতো যে ‘কীর্তি’ গড়লো বাংলাদেশ
2025-10-18
বাংলাদেশ শেষ অনেক দিন ধরেই ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ে ধুঁকছে। তার প্রধান কারণ হলো- দলের মিডল অর্ডারের ভঙ্গুর ব্যাটিং। এইতো গেল সিরিজেই বাংলাদেশের মিডল অর্ডার ধসে গেছে অন্তত দুই ম্যাচে, যার খেসারতটা দিতে হয়েছিল আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে শিকলটাই ভাঙার প্রত্যয় নিয়ে নেমেছিল বাংলাদেশ। লক্ষ্য সিরিজ জয়ের। তবে প্রথম ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি। ৮ রানেই খুইয়ে বসে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারের উইকেট। তবে সে ধসটা সামাল দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে। শুরু থেকে বেশ স্থিতধী ব্যাটিংয়ে দলকে একটু একটু করে তুলেছেন খাদের কিনারা থেকে। তৃতীয় উইকেট জুটিতে ২জন মিলে তুলেছেন ৭১ রান। তাতে একটা বিরলপ্রায় ‘কীর্তি’ও গড়ে ফেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে এমন কিছু অন্তত ২০২৫ সালে দেখেনি দল। তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ হলো দলের স্কোরবোর্ডে।
বিশ্বযুদ্ধ হতো না, যদি সবাই আলোচনায় বসতো: আমিনুল ইসলাম বুলবুল
বিশ্বযুদ্ধ হতো না, যদি সবাই আলোচনায় বসতো: আমিনুল ইসলাম বুলবুল
2025-10-05
এতোদিন নির্বাচনের প্রসঙ্গে নিজেকে দূরে রাখলেও আজ মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল। জানালেন, ‘আমাদের এই ক্রিকেট বোর্ডের মেয়াদের শেষ দিন আজকে। শেষ দিন উপলক্ষ্যে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি।’ ৪ মাসের সভাপতিত্বে নিজের অর্জন তুলে ধরলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রশ্ন এল বিসিবি নির্বাচন নিয়ে; কখনও উত্তর এড়িয়ে গেলেন, কখনও বললেন নিজের মতো করে, আবার কখনও বল ঠেলে দিলেন নির্বাচন কমিশনের কোর্টে। সাম্প্রতিক দিনগুলোয় নানা বিতর্ক, সরকারি হস্তক্ষেপের অভিযোগ এবং প্রার্থীদের সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচন এখন প্রায় আনুষ্ঠানিকতায় পরিণত। ২০ জন প্রার্থী ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন কয়েকজন, যার মধ্যে রয়েছেন সভাপতি আমিনুল ও তার পাশে থাকা নাজমূল আবেদীনও। তাই সভাপতির পদে আমিনুলের পুনর্নির্বাচন এখন কেবল সময়ের ব্যাপার।