আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ক্রিকেট
বিপিএল ছাড়লেন ওয়াকার ইউনুস, আসছেন ইংল্যান্ডের ড্যারেন গফ
চলমান বিপিএলে পাকিস্তান থেকে এসেছিলেন বেশ কয়েকজন জনপ্রিয় ধারাভাষ্যকার ও প্রেজেন্টার। তার মধ্যে আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ছেড়েছেন ওয়াকার ইউনুস। মূলতঃ তিনি আইএল টি-টোয়েন্টতে যোগ দিতেই বিপিএল ছেড়েছেন। তবে বিপিএলের ঢাকা পর্বে আবারো ধারাভাষ্য কক্ষে দেখা যাবে তাকে।
1 দিন আগে
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
2025-11-22
মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেই এটাই হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের ম্যাচ। কারণ এই ম্যাচেই প্রথম বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার নামতেন তার শততম টেস্টে। আর সেই ম্যাচকেই নিজের করে নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছুঁয়ে ফেলেন ফিফটি। আজকে দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে মুশফিক ব্যাট করতে আসেন। তিনি যখন ১৭ রানে খেলছিলেন তখন একটি ক্যাচ তুলে দেন। কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ হাতে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক খুব শান্ত ক্রিকেট খেলেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটি থেকে ছয় রান দূরে ছিলেন। বিরতি শেষে খুব দ্রুত তিনি ফিফটি পূর্ণ করেন।
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
2025-11-16
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, তাদের পর্যালোচনায় সব নথি দেখা হয়েছে এবং কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তারা বলেছে, আরও কিছু বিষয় তদন্তে আছে। এরমধ্যে রয়েছে সাবেক জাতীয় অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগও। বিসিবি জানায়, গত সেপ্টেম্বরের ১৭ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পাঠানো চিঠি আসে এমন সময়, যখন বোর্ড নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। ঐসময় বিভিন্ন বিভাগ শুধু প্রয়োজনীয় কাজই করতে পারছিল। নির্বাচনের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো সব নথি পরীক্ষা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনি প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’