আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ক্রিকেট
আয়ারল্যান্ডকে ১১৭ রানে অলআউট করলো বাংলাদেশ
আয়ারল্যান্ড পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুললেও এরপর ছন্দ হারায়। বিশেষ করে টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমে যায় ১১৭ রানে। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৯ ওভার ৫ বল খেলেই সব উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে।
2025-12-02
সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন
সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন
2025-11-05
মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ গত বছরের ০৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক একবছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা
2025-11-03
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই তথ্য নিশ্চিত করেছে। বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রুবাবা দৌলা। তার পূর্বে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদের দায়িত্বে ছিলেন। আজ থেকেই নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে রুবাবা দৌলার। তিনি ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।