বরিশালে ডেঙ্গুতে তরুণীসহ ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ ২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সর্বশেষ তথ্যানুযায়ী এ হাসপাতালে ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মৃত ছনিয়া (২৮) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আব্দুর ছালামের মেয়ে ও মৃত মো. সাইফুল (৩৫) বরগুণা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে।