আর্কাইভ
লগইন
হোম
বরিশাল
দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস চলাচল বরিশালে
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সোমবার (১৭ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) রাতে বিএম কলেজের শিক্ষার্থীদের হামলায় দেড় শতাধিক বাস ভাঙচুরের পর থেকে বন্ধ রাখা হয় এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ২৩টি রুটের যাত্রী পরিবহণ। বাস মালিকরা বলছেন, রাস্তায় নামানোর মতো একটি বাসও অক্ষত না থাকায় বাস চালাতে পারছেন না তারা। গত শনিবার হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে বিএম কলেজের কয়েকশত ছাত্র টার্মিনালে ঢুকে দেড়শ’র বেশি বাস ভাঙচুর করে। এই সময় টার্মিনাল ভবন এবং কাউন্টারগুলোও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর গতকাল রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বন্ধ হয়ে যায় বাস চলাচল।
2 দিন আগে
দেশের সমুদ্রবন্দরে ০৩ নম্বর, নদীবন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত
দেশের সমুদ্রবন্দরে ০৩ নম্বর, নদীবন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত
2025-09-03
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কায় সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে ৩ নম্বর সংকেত। অন্যদিকে, ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।