আর্কাইভ
লগইন
হোম
বরিশাল
খুলনা-সাতক্ষীরা সড়কে ইজিবাইক-বাস দুর্ঘটনা, বাসের হেলপার নিহত
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দেওয়া বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন যাত্রী। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার শাওন খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে।
2025-12-13
১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
2025-09-17
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে ১৭ নারীকে বিয়ের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার স্থলে দায়িত্বভার বুঝে নেবেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে। কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছি।
জুলাই সনদ বাস্তবায়নের পর জাতীয় নির্বাচন হতে হবে: ব্যারিস্টার ফুয়াদ
জুলাই সনদ বাস্তবায়নের পর জাতীয় নির্বাচন হতে হবে: ব্যারিস্টার ফুয়াদ
2025-09-13
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশে কোনো সাধারণ নির্বাচন হবে না। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। ফুয়াদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন অথবা হ্যাঁ-না ভোট দিতে হবে। এই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের পর আরও ৫ বছর অপেক্ষা করতে ছাত্র-জনতা জুলাই যুদ্ধে জীবন দেয়নি। বক্তব্যের শুরুতে নিজের নির্বাচনি এলাকা বরিশাল-৩ এর নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফুয়াদ কথা বলেন। নির্বাচনি এলাকার উন্নয়নে তার বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দেন তিনি।