আর্কাইভ
লগইন
হোম
হামজা চৌধুরী
বাংলাদেশের অধিনায়ক হামজাকে করার প্রস্তাব
গত মার্চে হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক হয়েছে , ভারতের বিপক্ষে। তবে সেই ম্যাচ থেকেই তার পারফর্ম্যান্স তো বটেই, দলকে যেন মাঠে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দলকে উদ্বুদ্ধ করা, কোনো ভুলত্রুটি দেখিয়ে দেওয়া, সমস্যা হলে এগিয়ে যাওয়া, সবই করছেন তিনি। এবার সেই তাকে অধিনায়ক করার প্রস্তাব দিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেটা উদ্বোধন করতে এসেই আমিনুল এই কথা বলেন।
5 দিন আগে
দেশে ফিরে টিম হোটেলে প্রবাসী ফুটবলার ফাহমিদুল
দেশে ফিরে টিম হোটেলে প্রবাসী ফুটবলার ফাহমিদুল
2025-05-28
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরেছেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। তিনি গতকাল মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যান এই মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল কর্মকর্তা। এবারের জাতীয় দলে ৩ জন প্রবাসী ফুটবলারের আগমন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও প্রত্যাশা। তারা হলেন: ১) হামজা চৌধুরী, ২) সামিত সোম ও ৩) ফাহমিদুল ইসলাম। এর মধ্যে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ইতোমধ্যেই লাল-সবুজ জার্সিতে মাঠে নেমেছেন। তবে দেশের মাটিতে এখনো অভিষেক হয়নি তার।