আর্কাইভ
লগইন
হোম
সিলেট
সিলেট থেকে প্রথম নির্বাচনি প্রচারে নামবেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করবো। 
3 দিন আগে
বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেল ২০টির তালিকা
বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেল ২০টির তালিকা
2025-10-25
বাংলাদেশে বর্তমানে মোট ২০টি ৫ তারকা মানের হোটেল রয়েছে। দেশের পর্যটন খাতের সেবা মান আরও উন্নত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেল এই স্বীকৃতি দিয়েছে। সবশেষ ২০২৫ সালের ০১ মে পর্যন্ত প্রদত্ত সার্ভিসের ভিত্তিতে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২০টি হোটেল ও রিসোর্টকে ৫ তারকা মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় রয়েছে ৮টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ২টি, চট্টগ্রামে ১টি, মৌলভীবাজারে ১টি, হবিগঞ্জে ১টি, বগুড়ায় ১টি এবং যশোরে ১টি হোটেল।
বিছনাকান্দি সীমান্ত থেকে বিজিবির হাতে আটক ভারতীয় গরু-মহিষের বড় চালান
বিছনাকান্দি সীমান্ত থেকে বিজিবির হাতে আটক ভারতীয় গরু-মহিষের বড় চালান
2025-10-08
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার (০৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করা হয়। অপরদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপি টহলদল পৃথক অভিযানে ৩২টি এবং অপর একটি এলাকায় আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।