আর্কাইভ
লগইন
হোম
শিশু
শিশু জন্মের পর কেন কাঁদে, কেন পরে হাসে?
প্রত্যেক শিশুই জন্মের পরেই কেঁদে ওঠে। একরত্তির কান্নার আওয়াজ পেলেই নিশ্চিন্তে হাসি ফোটে চিকিৎসক ও পরিবারের সবার মুখে। পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে নবজাতক কেন কাঁদে, তার কি বৈজ্ঞানিক কোনো কারণ আছে? জন্মেই শিশু হাসছে- এমনটি কখনো হয় না কেন? অনেক সময়েই মা-বাবারা ভয় পান যে, শিশু এত কাঁদছে কেন। কোনো সমস্যা হলো কিনা। আসলে তা নয়; মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথম বাইরের আলো-বাতাসের সংস্পর্শে আসামাত্র শিশুর শরীর ও মস্তিষ্কে নানা বদল ঘটতে থাকে। তার বহির্প্রকাশ হয় একটিমাত্র অভিব্যক্তিতেই-সেটি হলো কান্না। সদ্যোজাত যদি জন্মানোর পর না কাঁদে, বরং তাহলেই মুশকিল। সে ক্ষেত্রে নানা রকম জটিল ও স্নায়বিক রোগের আশঙ্কাই করেন চিকিৎসকরা।
5 দিন আগে
শিশুদের স্মার্টফোন ব্যবহারে লাগাম টানার উপায়সমূহ
শিশুদের স্মার্টফোন ব্যবহারে লাগাম টানার উপায়সমূহ
2025-08-02
স্মার্টফোন শিশুদের জীবনে যেমন স্থান করে নিয়েছে, তেমনি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, স্মার্টফোন শিশুকে ‘স্মার্ট’ করে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস’ জানায়, ঘুমের সময় শিশুকে ফোন ব্যবহার করতে না দেওয়াই ভালো, এতে ঘুমে ব্যাঘাত ঘটে। তবে বাস্তবে সন্তানকে এই নিয়ম মানাতে গিয়ে অভিভাবকদের বেগ পেতে হয়। এই প্রেক্ষাপটে কিছুটা স্বস্তির তথ্য দিয়েছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। এতে বলা হয়েছে, ঘুমানোর দুই ঘণ্টা পূর্বে ফোন ব্যবহার করলে বড় ধরনের সমস্যা হয় না, তবে ঘুমাতে দেরি হয় এবং সকালে উঠতেও সময় লাগে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশু ২ ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশু ২ ভাইয়ের মৃত্যু
2025-07-27
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ঐ বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমান প্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরতেছিল। এসময় তারা পুকুর পাড়ে যায়। পুকুরপাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পাওয়া গেলে একপর্যায়ে সন্দেহ থেকে পুকুরে জাল মারা হয়। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর এই দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।