আর্কাইভ
লগইন
হোম
শিক্ষার্থী
প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিচ্ছেন ৪৫০ প্রাথমিক শিক্ষার্থীর
সহকারী প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী। আজ বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে, কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অভিভাবকরা জানায়, সকালে কয়েকজন ম্যাডাম আসছিল তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো.শাহজাদা ওসমানী বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী, অভবিবাক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 
1 দিন আগে
আগামিকাল বুধবার জকসু নির্বাচনের তফশিল ঘোষণা
আগামিকাল বুধবার জকসু নির্বাচনের তফশিল ঘোষণা
2025-11-04
বুধবার (০৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (জকসু) তফশিল ঘোষণা করা হবে। এদিন নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আগামিকাল বুধবার (০৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামিকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করবো। তফশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। আপাততঃ এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামিকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত সবকিছু জানানো হবে।
বিনামূল্যে স্পোকেন ইংরেজি কোর্স: ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগ
বিনামূল্যে স্পোকেন ইংরেজি কোর্স: ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগ
2025-11-02
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাসব্যাপী স্পোকেন ইংরেজি প্রশিক্ষণ কোর্স চালু করেছে ছাত্রদল ঢাকা কলেজ শাখা। গতকাল শনিবার (০১ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের আ.ন.ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট–২০২৫’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, কোর্সটিতে ইতোমধ্যে ৭৩৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আগামী ০১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী পরীক্ষা। দেশসেরা ৬ জন ইংরেজি শিক্ষক ১২টি ক্লাসে প্রশিক্ষণ দেবেন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক অনুপমা পাল। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং মেডিকো কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ড. জোবাইদুর রহমান জনি।