চট্টগ্রামের হাটহাজারীতে ৯ম শ্রেণির শিক্ষার্থী হত্যায় ১০ম শ্রেণির ৩ জন আটক
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ তানভীরকে হত্যার ঘটনায় একই স্কুলের দশম শ্রেণির ৩ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তাদের হাটহাজারী উপজেলা থেকে তাদের আটক করা হয়।
এর পূর্বে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পুরোনো হাটহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে মুহাম্মদ তানভীরকে হত্যা করা হয়েছে। নিহত মুহাম্মদ তানভীর (১৪), হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার এলাকার প্রবাসী আবদুল বারেকের ছেলে। সে স্থানীয় আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।