অধ্যাদেশ জারির দাবিতে গাবতলীর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ব্লক করে অবস্থান নেন। এই সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল- ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’ এবং ‘তালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’।