আর্কাইভ
লগইন
হোম
বাফুফে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো শোকবার্তায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। ইনফান্তিনো বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ ও পথপ্রদর্শক ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে ভূমিকা রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।
4 দিন আগে
হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন জামাল ভূঁইয়া
হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন জামাল ভূঁইয়া
2025-09-30
আগামী ৯ ও ১৪ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে ২টি ম্যাচ বাংলাদেশের। দুই ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসাবে দেখছেন। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদের জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে ৪ পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’