আর্কাইভ
লগইন
হোম
তারকা
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।
2025-12-14
ভারতের রোহিত শর্মাকে টপকে পাকিস্তানের বাবর আজমের রেকর্ড
ভারতের রোহিত শর্মাকে টপকে পাকিস্তানের বাবর আজমের রেকর্ড
2025-11-01
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব রেকর্ড গড়েছেন। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক টি-টোয়েন্টিতে রান সংগ্রহে শীর্ষে রয়েছেন। বাবার আজম টি-টোয়েন্টিতে ১০৩ ইনিংসে ব্যাট করে ৩টি সেঞ্চুরি আর ৩৬টি ফিফটির সাহায্যে রেকর্ড সর্বোচ্চ ৪,২৩৪ রান করেন। রেকর্ড এই রান করতে বাবর আজম ছাড়িয়ে যান ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে। গতকাল লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ রান করেই ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েন বাবর আজম। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারানোর পথে বাবর অপরাজিত ছিলেন ১১ রানে।
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
আজ ৫২-তে পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই
2025-11-01
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আজ ৫১ পেরিয়ে ৫২-তে পা দিলেন। কিন্তু অনন্য সৌন্দর্যের প্রতীক এই অভিনেত্রীকে দেখে তা বোঝার উপায় নেই যে, তার বয়স নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে। সৌন্দর্য, মাধুর্য আর আত্মবিশ্বাস মিলিয়ে এখনো যেন ৯০ দশকের সেই হম্বিতম্বি তরুণী ঐশ্বরিয়া রাই। বয়স বাড়ছে, কিন্তু দীপ্তি কমছে না। ঐশ্বরিয়া প্রমাণ করেছেন, সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয় না, তা থেকে যায় চোখে ও মননে আর অনুপ্রেরণায়। অভিনেত্রীর ৫১ পেরিয়ে গেলেও সময় যেন তাকে স্পর্শই করতে পারেনি। সৌন্দর্য ও আত্মবিশ্বাসে তিনি এখনো নতুন প্রজন্মের অনুপ্রেরণা—আইকোনিক। সৌন্দর্যের সংজ্ঞা সময়ের সঙ্গে বদলায়, কিন্তু কিছু নাম সময়কেও হার মানিয়ে দেয়। ঠিক তেমনই ‘ঐশ্বরিয়া রাই বচ্চন’। তার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে, ভক্তরা বলছেন- ঐশ্বরিয়া রাই বচ্চন, সময় তোমার কাছে হার মানিয়েছে।