ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ: এমবাপ্পে
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোটবেলা থেকেই অনুসরণ করে আসছেন। তার জন্য রিয়ারের সাবেক এই তারকা ছিলেন স্বপ্নের নায়ক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই নায়ক এখন তার পরামর্শদাতা, বন্ধু ও অনুপ্রেরণার উৎস। শৈশবের আদর্শ মানা সেই তারকার ক্লাবেই খেলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবানই মনে করে এমবাপ্পে।
রোনালদোর প্রতি নিজের ভালোবাসার কথা এমবাপ্পে আগেও বহুবার বলেছেন। এবারও সেটি উঠে এসেছে মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানো সবসময়ই আমার আদর্শ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি, তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। আমার জন্য এগুলো বিশাল প্রাপ্তি।’