আর্কাইভ
লগইন
হোম
জয়া আহসান
বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান তার ফেসবুকে লেখেন, ‘সামরিক শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সঙ্গে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চির প্রশান্তি লাভ করুক।’
2025-12-31
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
2025-10-18
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে’। জয়া আহসান তার এই পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্য’র কথাই উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি’। তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে জয়া বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন’।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল, জয়া আহসানের সিনেমা ‘ফেরেশতে’
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল, জয়া আহসানের সিনেমা ‘ফেরেশতে’
2025-09-20
তিন বছর অপেক্ষার পর গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি মূলত: সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। এই গল্পে আছে- সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার অদম্য শক্তি। নির্মাতা সিনেমাটির শুটিং করেছেন একেবারে বাস্তব লোকেশনে। যেখানে আলো-ঝলমল সাজসজ্জার পরিবর্তে ধরা দিয়েছে নিখাদ বাস্তবতা। সিনেমাটিতে জয়া আহসানকে দেখা যাবে এক সুবিধাবঞ্চিত নারীর চরিত্রে, যিনি প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহস আর শক্তি নিয়ে লড়াই করেন।