আর্কাইভ
লগইন
হোম
চেয়ারম্যান
আইসিসি এখন ভারতের পকেটে: সাঈদ আজমল
আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) এখন আর কোনো স্বাধীন সংস্থা নেই, এটি পুরোপুরি ভারতীয়দের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাঈদ আজমল। বর্তমান কাঠামোয় আইসিসির আর কোনো বাস্তব গুরুত্ব বা কার্যকর ক্ষমতা নেই বলেও দাবি করেছেন তিনি। করাচিতে আয়োজিত এক অনুষ্ঠানে আজমল আইসিসির বর্তমান নেতৃত্ব ও ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর প্রভাবের কারণে আইসিসি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে।
1 দিন আগে
ট্রফি না দেওয়ায় ভারতের ক্ষোভ, নাকভির চেয়ার কেড়ে নেওয়ার উদ্যোগ
ট্রফি না দেওয়ায় ভারতের ক্ষোভ, নাকভির চেয়ার কেড়ে নেওয়ার উদ্যোগ
2025-10-11
কয়েকদিন আগেই এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। নাকভিও নিজের অবস্থানে অনড় থেকে ট্রফি বুঝিয়ে দেননি। এরইমধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নাকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।
এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘হ্যাকড’
এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘হ্যাকড’
2025-09-24
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। হ্যাকাররা ঐ অ্যাকাউন্ট থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছেন। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এই তথ্য জানান। এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।’ তিনি বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের অ্যাকাউন্ট থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।’