আর্কাইভ
লগইন
হোম
চেয়ারম্যান
ডিসেম্বরে ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা
ফুটবল ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে ৩টি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুইদিনের সফরে ঢাকায় আসবেন আগামী ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ৩টি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে আগামী ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর।
3 ঘন্টা আগে
প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন
2025-09-21
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামিকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর ০২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ জন রাজনৈতিক নেতা নিউইয়র্কে যাচ্ছেন। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।