আর্কাইভ
লগইন
হোম
গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি খুন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় ‘মদ্যপ’ বন্ধুর ছুরিকাঘাতে এক বাবুর্চি খুন হয়েছেন। নিহত সুমন কস্তা (৪৫) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। অভিযুক্ত নন্দন ডি কস্তা (৪৬) একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে। সুমন কস্তা ও নন্দন ডি কস্তা পরস্পর বন্ধু ছিলেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় নন্দন ডি কস্তার বাড়িতে যান সুমন কস্তা। এই সময় তারা দুইজনে একসঙ্গে মদ্যপান করেন। মদ্যপানের এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। ঐসময় নন্দন ডি কস্তা ক্ষিপ্ত হয়ে সুমন কস্তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুমন কস্তা মারা যান।
1 দিন আগে
গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার
গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার
2025-11-06
গাজীপুরে ৩ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার (০৫ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না এবং সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন-কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম এবং কাপাসিয়ার রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মামুন। এর পূর্বে মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ
2025-10-18
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ-জরুন সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাধীন গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, স্বাধীন গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রেখেছে। দেব দিচ্ছি করে বিভিন্ন সময় পরিশোধের আশ্বাস দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করছেন না। একপর্যায়ে আজ শনিবার (১৮ অক্টোবর) শ্রমিকরা কারখানার গেটে এসে দুই মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এই সময় শ্রমিকরা জরুরি সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।