আর্কাইভ
লগইন
হোম
খুন
গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ বন্ধুর ছুরিকাঘাতে বাবুর্চি খুন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় ‘মদ্যপ’ বন্ধুর ছুরিকাঘাতে এক বাবুর্চি খুন হয়েছেন। নিহত সুমন কস্তা (৪৫) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। অভিযুক্ত নন্দন ডি কস্তা (৪৬) একই এলাকার গিলবার্ট ডি কস্তার ছেলে। সুমন কস্তা ও নন্দন ডি কস্তা পরস্পর বন্ধু ছিলেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার রাঙ্গামাটি এলাকায় নন্দন ডি কস্তার বাড়িতে যান সুমন কস্তা। এই সময় তারা দুইজনে একসঙ্গে মদ্যপান করেন। মদ্যপানের এক পর্যায়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। ঐসময় নন্দন ডি কস্তা ক্ষিপ্ত হয়ে সুমন কস্তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুমন কস্তা মারা যান।
1 দিন আগে