আর্কাইভ
লগইন
হোম
খাগড়াছড়ি
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
সমগ্র বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।
2025-11-22
সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন
সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন
2025-09-28
উদ্ভূত পরিস্থিতিতে সাজেকে আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়ি ছেড়ে গেছেন। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। জানা যায়, গত শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২,০০০ পর্যটক সাজেক ঘুরতে যান। গতকাল শনিবার তাদের খাগড়াছড়ি ফেরার কথা থাকলেও জেলায় সকল-সন্ধ্যা সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতিতে নির্ধারিত সময়ে ফেরা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় সকালের দিকে সাজেক ছেড়ে এসে তারা দীঘিনালায় অবস্থান নেন। পরবর্তীতে রাত পরিস্থিতি অনুকূলে এলে রাত আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে আসেন তারা।
সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে
সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে
2025-09-27
এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের চেঙ্গী স্কোয়ার, দীঘিনালা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন স্থানে গাছ কেটে, গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের সমর্থনে পিকেটিং করছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পূর্বে একই দাবিতে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছিল।