আর্কাইভ
লগইন
হোম
এনসিপি
জুলাই সনদ চূড়ান্ত: রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে একমত বা ভিন্নমত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দলগুলোর কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষিত জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল মঙ্গলবার পাঠানো এই সনদে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষর করার কথা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর। দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদে সংস্কার কমিশনে আলোচনা হওয়া ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত বা ভিন্নমতের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে জুলাই জাতীয় সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হচ্ছে সাত দফা অঙ্গীকারনামাকে। যার তৃতীয় দফায় বলা হয়েছে এই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করবে না দলগুলো। আর অঙ্গীকারনামার শেষ দফায় বলা হয়েছে জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যে সব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়েই বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, সনদের বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলেও নতুন করে দলগুলোর কাছ থেকে আর কোনো মতামত নেবে না ঐকমত্য কমিশন।
2 দিন আগে
পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদেরকে কড়া হুঁশিয়ারি সারজিসের
পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদেরকে কড়া হুঁশিয়ারি সারজিসের
2025-10-06
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আজ সোমবার (০৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালি এলাকায় আরপি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সারজিস আলম বলেন, ৩ পার্বত্য জেলা বাংলাদেশের অংশ। এটা আমাদের সার্বভৌমত্বের অংশ। দেশের সার্বভৌমত্বের সঙ্গে বিন্দু পরিমাণ আপোষ করার কোনো সুযোগ নেই। দেশের ভেতর বসে থেকে হোক আর বাহিরের দেশে বসে থেকে হোক আমাদের পাহাড়ি এলাকা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে সেনাবাহিনী ও সরকার দেশের সবার সহযোগিতা পাবে।
মতের অমিল থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন: আখতার হোসেন
মতের অমিল থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক ও অভিন্ন: আখতার হোসেন
2025-10-04
‘মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও; বাংলাদেশ প্রশ্নে সবাই এক-অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ। যা বিশ্ব মঞ্চও দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশ।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এসব কথা বলেছেন। ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি।