আর্কাইভ
লগইন
হোম
এনসিপি
শুক্রবার আত্মপ্রকাশ করবে ‘জনযাত্রা’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
কয়েকটা দিন পরেই ‘জনযাত্রা’ নামে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। ধর্মনিরপেক্ষ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে নতুন এই রাজনৈতিক প্লাটফর্ম গঠনে যুক্ত হচ্ছেন-বিভিন্ন মতাদর্শের তরুণ, ছাত্রনেতা,বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর ব্যক্তিরাসহ জুলাই গণ-অভ্যুত্থানের বিল্পবী নেতারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনেক শীর্ষ নেতারাও এ ‘জনযাত্রা’য় সম্পৃক্ত হচ্ছেন। সংশ্লিষ্টদের বক্তব্য, নতুন এই রাজনৈতিক প্লাটফর্মটি বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে কাজ করবে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকবে দলে, এবং এখানে উপর থেকে কেউ ছড়ি ঘোরাবে না। 
7 ঘন্টা আগে
এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ
এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ
2025-12-28
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তাসনিম জারার। কিন্তু আজ নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে জারা লিখেছেন, ‘এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করব।’ ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত শরিকদের জন্য কত আসন ছাড়ছে
আসন সমঝোতা চূড়ান্ত: জামায়াত শরিকদের জন্য কত আসন ছাড়ছে
2025-12-28
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট বা আসন সমঝোতা করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার কিংবা সোমবারের মধ্যে জোট ঘোষণা করা হবে বলে এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। জামায়াতের সঙ্গে এনসিপির এবং ৮ দলের আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছেন। সূত্র জানাচ্ছে, এনসিপির জন্য ৩০টি এবং ৮ দলসহ অন্য শরিকদের সর্বমোট ১১০ আসন ছাড় দিচ্ছে জামায়াত। তবে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রশ্নে ইতোমধ্যে এনসিপিতে বিদ্রোহ শুরু হয়েছে। সূত্র জানায়, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের আলোচনায় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা আজকের মধ্যেই আসতে পারে। গত শুক্রবার রাতেই বিষয়টি নিষ্পত্তি হয়েছে। এনসিপিকে ৩০ আসন ছেড়ে দিচ্ছে জামায়াত। নতুন এই দলটি আসন চেয়েছিল ৫৬টি। এছাড়া এনসিপির সঙ্গীয় জোট এবি পার্টি পাচ্ছে ৩টি আসন। এ দলটি ১২ আসন চেয়েছিল বলে জানা গেছে।
ভোটে অনুদান চেয়ে তাসনিম জারার পোস্ট, ১২ লাখ টাকা এলো ৭ ঘণ্টায়
ভোটে অনুদান চেয়ে তাসনিম জারার পোস্ট, ১২ লাখ টাকা এলো ৭ ঘণ্টায়
2025-12-23
নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সহায়তা চাওয়ার মাত্র ৭ ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এই তথ্য জানান। ডা. তাসনিম জারা লিখেছেন, এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তিনি জানান, আমাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেব।